দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরও ২৬৫জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৬৬জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৪৬
আক্রান্তদের মধ্যে ১৪৪জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১২১জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৮১জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৯৭জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৪৮৪জন রোগী ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬০ হাজার ৭৮জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ হাজার ৭৮জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৫৮ হাজার ৬৩১জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
এদের মধ্যে ৩৭ হাজার ১৩৯জন ঢাকার এবং বাকি ২১ হাজার ৪৯২জন ঢাকার বাইরের বাসিন্দা।
আরও পড়ুন: ডেঙ্গু: মৃত্যুশূন্য দিন, শনাক্ত ১১৮