রাজধানী এবং দেশের অন্যান্য স্থানে সোমবার ভোরে আরেকটি ৫.৮ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার ৩০১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী- ভূমিকম্পটিকে মাঝারি আকারের বলে নির্ণয় করা হয়েছে এবং এটি ৪টা ৪০ মিনিটে আঘাত হানে।
তবে ভূমিকম্পের কারণে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
এর আগে রবিবার বিকালে ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানী ঢাকা ও দেশের কয়েকটি এলাকা।