হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ২০০ দশমিক ৭৬ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বারসহ শুক্রবার সকালে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটক রাজু বিমানবন্দরে পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠান 'শুভেচ্ছা'র কর্মী।
জব্দ স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ২২ লাখ টাকা।
আরও পড়ুন: চাঁদপুরে ৭টি স্বর্ণের বার জব্দ, আটক ২
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আজ (শুক্রবার) সকালে বিমানবন্দরের অ্যারাইভাল কনকোর্স হলের সামনে রাজুকে ঘোরাফেরা করতে দেখা যায়। বিমানবন্দরে সন্দেহজনক গতিবিধির কারণে সশস্ত্র পুলিশ তাকে থামায়।
তিনি আরও বলেন, পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজুকে তল্লাশি করে তার সঙ্গে থাকা একটি পাওয়ার ব্যাংক থেকে ১০টি স্বর্ণের বার এবং তার পকেট থেকে ১টি স্বর্ণের বার জব্দ করে।
এপিবিএন’র এই কর্মকর্তা বলেন, ‘তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।’
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে আবারও রাইস কুকার থেকে স্বর্ণ উদ্ধার
শাহ আমানতে প্রবাসীর রাইস কুকার থেকে ১.৫০ কোটি টাকার স্বর্ণ জব্দ