চাঁদপুরে স্বর্ণ পাচারের অভিযোগে বিকাশ ধর সুমন ও মনোরঞ্জন ভৌমিক নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৭টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৩৭৫ টাকা।
আটক বিকাশ চট্টগ্রাম কোতোয়ালি থানার আন্দরকিল্লা বকসিরহাট এলাকার যতীন্দ্র মোহন ধরের ছেলে এবং মনোরঞ্জন চট্টগ্রাম পাহাড়তলী এলাকার বণিক পাড়ার মাখন চন্দ্র ভৌমিকের ছেলে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, চাঁদপুরে বঙ্গবন্ধু সড়কের আল-আমিন একাডেমি স্কুলের প্রবেশপথে একটি চেকপোস্ট বসানো হয়। সেখানে ফরিদগঞ্জ থেকে আসা চাঁদপুর লঞ্চঘাটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা থামানো হয়। ওই অটোরিকশার পেছনের আসনে বসা ছিল বিকাশ ও মনোরঞ্জন। তাদের সন্দেহ হলে তাদের বডি চেক করে বিকাশের কোমরের বেল্টের মধ্যে স্কসটেপ পেঁচানো ৫টি এবং মনোরঞ্জনের কোমরের বেল্টে দুটি স্বর্ণের বার জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণের ওজন ৩৫৪ ভরি ৬ আনা ৩ রতি। যার আনুমানিক মূল্য ৩ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৩৭৫ টাকা। আটক আসামিদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে আবারও রাইস কুকার থেকে স্বর্ণ উদ্ধার