পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন। অবরোধের কারণে দুই ঘণ্টা স্থগিত থাকার পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর রাত ৯টা ৫৫ মিনিটে তারা আন্দোলন স্থগিত ঘোষণা করেন।
আরও পড়ুন: জাপানের এনইএফ বৃত্তি পেলেন বাকৃবির ১০ মেধাবী শিক্ষার্থী
এরপর রাত ১০টা ২০ মিনিটে ঢাকা অভিমুখী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন জব্বারের মোড় অতিক্রম করে, এতে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
অবরোধ তুলে নেওয়ার আগে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কোনো মৌখিক ঘোষণা মানি না। আমাদের ৮ দফা দাবি লিখিতভাবে প্রজ্ঞাপন আকারে মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামীকাল থেকে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। আমরা জনভোগান্তি সৃষ্টি করতে চাই না।’