ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের দেয়া তথ্য ইসির বিশ্লেষণ করার কথা থকলেও তারা তা ঠিকমতো করছে না। প্রার্থীদের হলফনামার তথ্য ভোটারদের মাঝে বিতরণ করলে তাদের পক্ষে নির্বাচনে সঠিক প্রার্থীদের ভোট দেয়া সহজ হয়।
সঠিক তথ্য পাওয়াকে ভোটারদের মৌলিক অধিকার উল্লেখ করে ড. বদিউল আলম মজুমদার বলেন, ইসির আচরণে এটা প্রতিয়মান হচ্ছে যে তারা এ বিষয়ে কোনো তোয়াক্কাই করছে না।
জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনটির আয়োজন করে সুজন।
বদিউল মনে করেন যে জনগণকে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেয়ার জন্য ইসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠের মতের ওপর ভিত্তি করে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা উচিত।