তারা ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে। তাদের মুখে স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস, হ্যাং দ্য রেপিস্ট’।
বিভিন্ন হল ও বিভাগের কয়েকশ শিক্ষার্থী প্রতিবাদ সভার আয়োজন এবং মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের মূল মূল সড়ক প্রদক্ষিণ করে।
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে প্রায় ২৫০ শিক্ষার্থী বেলা ১টার দিকে দুর্নীতি বিরোধী রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে। পরে তারা ক্যাম্পাসে একটি মিছিল বের করেন।
এদিকে ‘গণরুমবাসী’ ব্যানারে প্রায় ৩৫০ শিক্ষার্থী ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কালো পতাকা মিছিল বের করে।
ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বুধবার রাত ৪টা ৫ মিনিটে ঢাকার শেওড়া রেল ক্রসিং এলাকা থেকে ধর্ষক মজনুকে গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
র্যাব সদস্যরা মজনুর কাছ থেকে ভিকটিমের মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রি উদ্ধার করেছে।