এর মধ্য দিয়ে ঢাবিতে এ বছরের ভর্তিযুদ্ধ শুরু হল।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৫৪টি কেন্দ্রে এক ঘণ্টার এমসিকিউ (বহুনির্বাচনী) পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়াত-উল ইসলাম, গ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক এবং সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
ঢাবি প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানি বলেন, ‘এই বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্ন জালিয়াতি এবং যেকোন ধরনের অনিয়মের ব্যাপারে খুব সতর্ক ছিল। এর ফলে ভর্তি পরীক্ষায় আমরা কোনো প্রতারণার অভিযোগ পাইনি।’
এবছর ‘গ’ ইউনিটে ১,২৫০ আসনের বিপরীতে মোট ২৬ হাজার ৯৬০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিয়েছেন।
আগামীকাল ১৫ সেপ্টেম্বর চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।