ঢাকা, ০৫ আগস্ট (ইউএনবি)- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান (১৩) নামে ডেঙ্গু আক্রান্ত এক কিশোর সোমবার ভোরে মারা গেছে।
গত ৩ আগস্ট হাসপাতালে ভর্তি হয় হাসান। সোমবার ভোর ৪টার দিকে সে মারা যায় বলে জানান ঢামেকের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই হাজার ৬৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারাদেশে সরকারিভাবে ১৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও অনেক বেশি। সরকারি হিসেবে শুধুমাত্র জুলাই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।