ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রবিবার বিকালে অগ্নিকাণ্ডের ঘটনায় পালাতে গিয়ে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে।
নিহত জসিম উদ্দিন কুমিল্লার তিতাস থানার শ্রী নয়ন কান্দি গ্রামের বাসিন্দা।
ঢামেক হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিহতের ছেলে মফিজ জানান, তার বাবা শনিবার শ্বাসকষ্ট নিয়ে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলায় চিকিৎসা নিচ্ছিলেন।
তিনি বলেন, বিকালে হাসপাতালের চতুর্থ তলায় কিডনি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তিনি তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যান।
পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: অবশেষে ঢামেকে ভর্তি হলো বৃক্ষশিশু রিপন!
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তর সূত্র জানায়, বিকাল ৩টা ৪৫ মিনিটে নতুন ভবনের ৪র্থ তলার একটি কক্ষে এয়ার কন্ডিশনার থেকে আগুনের সূত্রপাত হয়।
এফএসসিডি সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অগ্নিকাণ্ডের সময় শ্বাসকষ্টজনিত কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ঢামেকে ৭০ বছর বয়সী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু