বুধবার গাজীপুরের টঙ্গীতে বিবদমান দুই পক্ষের মুরব্বিদের নিয়ে ইজতেমার প্রস্তুতি সভায় তিনি এ আহ্বান জানান।
‘ইজতেমা ময়দানে সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। যদি কেউ এ ধরনের মন্তব্য (উস্কানিমূলক) করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ায়ী, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ওয়াইএম বেলালুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষ সভায় অংশ নেয়।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এক পর্বে চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের বিবদমান দুটি পক্ষ দুদিন করে ইজতেমা করবে।