রাস্তার মাঝে কেউ শুয়ে আছেন, কেউ বসে; কেউ আবার গান গাইছেন তো কেউ হাততালি দিয়ে অন্যকে উজ্জীবিত রাখছেন। অনেকে আবার মেতেছেন খোশগল্পে, স্লোগানও দিচ্ছেন বা কবিতা পড়ছেন কেউ কেউ।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে এভাবেই কাকরাইল মসজিদের সামনে ৩ দফা দাবিতে অবস্থান নিতে দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক- শিক্ষার্থীদের। রাতভর এখানেই অবস্থান করেছেন তারা।
জবির শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা।
জবি শিক্ষার্থীদের চলমান অবস্থান কর্মসূচিতে রাতভর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার ছাত্র ফ্রন্ট, বৈষম্যবিরোধীসহ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী সড়কে অবস্থান করছেন। সকালেও সেখানেই দেখা যায় তাদের।
শিক্ষার্থীরা বলেন, মার যখন খেয়েছি আরও খাবো, কিন্তু অধিকার আদায় না করে ক্যাম্পাসে ফিরব না।
আরও পড়ুন: দাবি আদায় না-হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা জবি শিক্ষক-শিক্ষার্থীদের
জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের পাশে অন্যান্য ক্রিয়াশীল সংগঠনের পাশাপাশি ছাত্রদলও রয়েছে। কাকরাইল মসজিদের ভেতর প্রায় ৫ শতাধিক আর বাইরে রাস্তায় অসংখ্য ছেলেমেয়ে অবস্থান করছেন। তারা বিপ্লবের গান গেয়ে সময় পার করছেন। রাস্তায় যখন নেমেছি রাস্তা থেকেই সব দাবির ফয়সালা হবে।’