দিনাজপুর, ১৭ জুলাই (ইউএনবি)- দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭১.৭৮ শতাংশ। এবারে এই বোর্ডের ফলাফলে পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ ৫ প্রাপ্তি দিক দিয়ে এগিয়ে রয়েছে ছেলেরা।
বুধবার দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান।
তিনি জানান, এবার দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ৮টি জেলার জোট ৬৫৮টি কলেজের ১ লাখ ২৬ হাজার ৩৭৯ জন শিক্ষার্থী ১৯৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে পাস করেছে ৮৯ হাজার ২৩৩ জন। মোট পাসের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ।
এবছর ছেলেদের পাসের হার ৬৮.৩৭ শতাংশ আর মেয়েদের পাসের হার ৭৫.৩৯ শতাংশ। ২ হাজার ২৭২ জন ছাত্র ও ১ হাজার ৭৭৭ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।