ব্রাহ্মণবাড়িয়ায় দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় একটি বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে গেলে একই পরিবারের তিনজন নিহত হন।
নিহতরা হলেন-সাবিনা নূর (৩২), তার মা রবিনা নূর (৫০) এবং সাবিনার সাত মাস বয়সী ছেলে ইয়াসিন।
কোতয়ালি হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. হোসাইন সরকার জানান, সিলেটগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন নিহত ও ২০ জন আহত হন।
তিনি আরো জানান, ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি এবং মাধবপুরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বরইতলা এলাকায় একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজন নিহত হন।
নিহতরা হলেন-গাজীপুরের কাপাসিয়া উপজেলার খালিসপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মেহেদী (২২) এবং একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে নোমান (২৪)।
শিবপুর হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান জানান, সকাল ১০টার দিকে সিলেটগামী ‘এনা পরিবহন’ মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মেহেদী নিহত হন। আহত হন নোমান। তাকে নরসিংদী হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
পুলিশ বাসটিকে আটক করলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।