স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য দুটি লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে।
তিনি বলেন, ‘করোনাকালে চিকিৎসা খাতে অনেক অক্সিজেনের প্রয়োজন হয়েছিল। তখন দেশে অক্সিজেন কম থাকায় পাশের দেশ ভারত থেকে অক্সিজেন এনে বাংলাদেশে মানুষের চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে দেশে দেড় থেকে দুইশ’ টন অক্সিজেন উৎপাদন হচ্ছে। চিকিৎসা খাতকে আরেক ধাপ এগিয়ে নেয়ার লক্ষ্য আমরা দেশে দুটি লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করতে যাচ্ছি। যার একটি হবে মানিকগঞ্জে আর অন্যটি স্থাপন করা হবে উত্তরবঙ্গে।’
শনিবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জে অক্সিজেন কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমরা এই পর্যন্ত দেশের তিন কোটি মানুষকে বুস্টার ডোজ টিকা দিয়েছি। আমরা প্রতিনিয়তই বুস্টার ডোজ টিকা নেয়ার জন্য ক্যাম্পেইন চালাচ্ছি। কিন্তু জনগণের কাছ থেকে আমরা তেমন একটা সাড়া পাচ্ছি না।
মন্ত্রী বলেন, ভ্যাকসিন নেয়ার কারণে দেশে করোনায় মৃত্যু শূন্যের কোঠায় নেমে এসেছিল। এখন আবার প্রতিদিনই দুই থেকে পাঁচ-সাতজন করে মারা যাচ্ছে। আমরা একটা সার্ভে হিসেব করে দেখেছি, যারা ভ্যাকসিন নেয়নি এখন করোনায় তারাই মৃত্যুবরণ করছে। একটি মৃত্যুও আমাদের কাম্য নয়। আমারা ভ্যাকসিন নিয়ে বসে আছি, ভ্যাকসিনের দোকান খুলে বসে আছি বিনা পয়সায় ভ্যাকসিন দেয়ার জন্য; অথচ মানুষ ভ্যাকসিন নেয়ার জন্য এগিয়ে আসে না, এটা খুবই দুঃখজনক।
এসময় মন্ত্রী আহ্বান করেন, সকলেই যেন ভ্যাকসিন নেয়, নিজে ভাল থাকে, পরিবার ভাল থাকে, দেশ ভাল থাকে।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, জেলা প্রশাসক আবদুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, পরিচালক ডা. মো. আরশ্বাদ উল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: করোনা ঊর্ধ্বমুখী, আমরা কিছুটা চিন্তিত: স্বাস্থ্যমন্ত্রী
শিগগিরই ৫-১২ বছরের শিশুরা করোনা টিকা পাবে: স্বাস্থ্যমন্ত্রী