সোমবার বিকাল ৪টায় নগর ভবনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তিনি করপোরেশনের সচিব মো. বদরুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
এসময় আরিফুল হক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সিলেটের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই জনগণের সেবা করা আমার লক্ষ্য। আমি মেয়র হিসেবে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সিলেটের উন্নয়নের জন্য কাজ করে যাবো।’
তিনি বলেন, ‘মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর আমি এবং আমার পরিষদের সকলে মিলে একটি বাসযোগ্য, সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়তে কাজ করে যাবো।’
আরিফুল হক আরো বলেন, ‘আমার পরিষদে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক রয়েছে, আমরা সকলে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে একটি ইউনিট হিসেবে কাজ করে যাবো। জনগণ আমাকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করেছে, সেজন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।’
এর আগে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন নবনির্বাচিত মেয়র। এ সময় তার সাথে বেশ কয়েকজন কাউন্সিলর, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মাজার জিয়ারত শেষে মেয়রের দায়িত্ব গ্রহণের জন্য নগর ভবনে প্রবেশ করলে আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানান সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের পরপর দুইবারের মেয়র আরিফুল হক চৌধুরী ৫ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর ৮ সেপ্টেম্বর স্বপরিবারে লন্ডনে চলে যান। সেখানে তিনি প্রায় ২৩ দিন অবস্থানের পর ২৭ সেপ্টেম্বর সিলেটে ফেরেন।
গত ১১ আগস্ট সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন কামরানকে ৬ হাজার ১৯৬ ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দফা মেয়র নির্বাচিত হন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী।