পেশায় ধান-চাল ব্যবসায়ী গরুর মালিক সেলিম রেজা ডালিম পাশাপাশি গড়ে তুলেছে গরুর খামার। তার খামারে ব্রাহামা জাতের ১১টিসহ মোট ৪০টি গরু আছে। তবে এ মুহূর্তে বিক্রির জন্য প্রস্তুত আছে ২টি ব্রাহামা।
টেক্সাসের ব্রাহামা জাতের ২৮ মাস বয়সী এ বাদশাহ থেকে প্রায় ৬০০ কেজি মাংস পাওয়া যাবে বলে ধারণা করছেন সেলিম।
গত শুক্রবার বিক্রির জন্য হাটে তোলা হয়েছিল বাদশাহকে। আট লাখ টাকা দাম চাওয়া হলেও ৩ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত বলেছেন। কিন্তু এ দামে বিক্রি করতে নারাজ মালিক সেলিম।
তিনি বলেন, ব্রাহামা জাতের এই গরু পালনে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ টাকা করে খরচ হয়। খাবার হিসেবে দেয়া হয় নেপিয়ার ঘাস, শুকনো খড় ও খুদের ভাত। পাশাপাশি, প্রয়োজন হয় বিশেষ যত্নের।
তাই এ ঈদের তার শখের বাদশাহকে বিক্রি করতে না পারলে আরও এক বছর লালন পালন করবেন জানিয়ে সেলিম জানান, বিক্রি নিয়ে তার বিশেষ কোন দুশ্চিন্তা নেই।