নাটোরে মারকাজ মসজিদের দখল নিয়ে তাবলীগ জামাতের দুপক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে এই সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানায়,তাবলীগ জামাত দু’দলে ভাগ হয়ে যাওয়ার পর মাওলানা সাদ’র অনুসারীরা শহরের আলাইপুর এলাকার পুরাতন মারকাজ মসজিদ ছেড়ে দিয়ে তেবাড়িয়া বাইপাস এলাকায় জমি কিনে নতুন মসজিদ তৈরি করে। সেই মসজিদ থেকে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল তারা।
গত ৭ আগস্ট জুবায়েরের অনুসারীরা সাদ অনুসারীদের মসজিদটি দখল করে নেয়। আজ দুপুরে সাদ অনুসারীরা তাদের মসজিদ পুনরুদ্ধারে গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরও পড়ুন: নবাবগঞ্জে তাবলীগ থেকে আসা এক ব্যক্তি করোনা আক্রান্ত
সাদ গ্রুপের মুরুব্বি কাউসার আলী অভিযোগ করে বলেন, বহিরাগতদের সঙ্গে নিয়ে প্রতিপক্ষ তাদের ওপর দফায় দফায় হামলা চালায়।
সংঘর্ষের কারণে বাইপাস সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে মসজিদটি খালি করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিকল্প পথে যানচলাচল করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ হোসেন বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে রবিবার তার সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন তাবলীগ জামায়াতের ১৪ জন