বৃহস্পতিবার রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।
নতুন করে আক্রান্ত ওই ব্যক্তি উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোট তাশুল্লা গ্রামের বাসিন্দা। সম্প্রতি তিনি তাবলীগ জামাত থেকে নিজ গ্রামে ফিরেছেন।
ডা. অনুপ বলেন, ওই এলাকায় তিনজনের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিভিন্ন উপসর্গ দেখা দিলে বুধবার ওই এলাকায় গিয়ে তিনজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়।
বৃহস্পতিবার রাতে পরীক্ষার ফলাফলে সদ্য তাবলীগ জামাত থেকে আসা ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ডা. অনুপ বলেন, আক্রান্তের পরিবারের স্বজনদেরসহ আশপাশের কয়েকটি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে। এছাড়াও এলাকাটি লকডাউন করা হবে কিনা সে ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে গত ৩১ মার্চ নবাবগঞ্জ উপজেলায় ব্রাহ্রা ইউনিয়নে সৌদিআরব থেকে আসা ৪৭ বছর বয়সী এক প্রবাসীর শরীরে করোনা ধরা পড়ে।