নাটোর, ০৭ জুলাই (ইউএনবি)- নাটোরের বাগাতিপাড়া থেকে শনিবার সকালে রতন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রতন বাগাতিপাড়া উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
জানা গেছে, রাত ২টার দিকে বিশ্বকাপ খেলা শেষে নিখোঁজ হয় রতন। সকালে স্থানীয় একটি আম বাগানে তার ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
বাগাতিপাড়া থানার এসআই রোস্তম আলী জানান, মৃত রতন মাদকাশক্ত ছিল। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।