নাটোর , ০৩ সেপ্টেম্বর (ইউএনবি)- নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনে চ্যালেঞ্জার পরিবহনের মালিক, চালক ও লেগুনার চালক এবং অতিরিক্ত গতিকে দায়ী করা হয়েছে।
সোমবার দুপুরে কমিটির প্রধান নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান ১২ দফা সুপারিশ সম্বলিত তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক শাহিনা খাতুনের কাছে দাখিল করেন।
তদন্ত প্রতিবেদন বিষয়ে কমিটি প্রধান ইদুজ্জামান বলেন, দুর্ঘটনার জন্য চ্যালেঞ্জার পরিবহন বাসটির দ্রুতগতি দায়ী ছিল। এ দুর্ঘটনার জন্য চ্যালেঞ্জার বাসের মালিক, চালক এবং লেগুনার চালককেও দায়ী করা হয়েছে।
এদিকে প্রতিবেদন দাখিলের পর সার্কিট হাউজে নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে প্রস্তাবনা তৈরীর জন্য সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে সেমিনারে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য আব্দুল কুদ্দুস শফিকুল ইসলাম শিমুল, আবুল কালাম আজা সহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তারা ও পরিবহন খাতের নেতৃবৃন্দ অংশ নেন।