নাটোর, ১৭ মে (ইউএনবি)- জেলার বড়াইগ্রামে কথিত বকশিশ না পেয়ে পিকআপ ভ্যানের বাঁধন কেটে ৩৫ হাজারের অধিক ডিম রাস্তায় ফেলে দেয়ার অভিযোগে বনপাড়া হাইওয়ে থানার ছয় পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।
একই সাথে তিন কার্য দিবসের মধ্যে এ ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে জমা দিতে এসপি শহিদুল্লাহকে দায়িত্ব দেয়া হয়েছে।
বগুড়া হাইওয়ে পুলিশের এসপি জাহাঙ্গীর হোসেন জানান, ক্ষতিগ্রস্ত ডিম ব্যবসায়ী বিপ্লব কুমার সাহার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চলে সংযুক্ত করা হয়েছে। তবে তাদের নাম জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ থেকে ৩৫ হাজার ১০০ ডিম নিয়ে একটি পিকআপ ভ্যান নাটোর যাচ্ছিল। পথে বড়াইগ্রাম উপজেলার আগ্রান সুতিরপাড় এলাকায় চাকা ফেটে পিকআপটি রাস্তার পাশে নেমে যায়।
এ সময় গাড়ি উদ্ধারের জন্য বনপাড়া হাইওয়ে থানার একটি দল ২০ হাজার টাকা বকশিশ দাবি করে। কিন্তু বকশিশ না পেয়ে তারা পিকআপের বাঁধন কেটে দিলে ডিমগুলো রাস্তায় পড়ে নষ্ট হয়ে যায়।