নাটোর, ০৫ সেপ্টেম্বর (ইউএনবি)- নাটোরের লালপুরে সড়ক দর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় চ্যালেঞ্জার পরিবহনের চালক শামীম হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এছাড়া হেলপার আব্দুস সামাদ কমলের রিমান্ড নামঞ্জুর করে তাকে জামিন দেয়া হয়েছে।
বুধবার শুনানি শেষে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ এ আদেশ দেন।
এর আগে গত ৩০ আগস্ট বাস চালক ও হেলপারেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন জানায় মামলার তদন্তকারি কর্মকর্তা হাইওয়ে থানার এসআই তরিকুল ইসলাম।
প্রসঙ্গত,গত ২৫ আগস্ট নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়।