আগামী ১৮ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী অনুষ্ঠিতব্য ‘২৯তম নিউইয়র্ক বাংলা বইমেলা’র আয়োজক ‘মুক্তধারা ফাউন্ডেশন’ সূত্রে জানা যায়, https://www.nyboimela.org ওয়েবসাইটের মাধ্যমে বইমেলার সকল অনুষ্ঠান দেখতে পাবেন বাংলা ভাষাভাষীসহ পৃথিবীর সকল প্রান্তের মানুষ। অনুষ্ঠানের পাশাপাশি তারা ঘরে বসে পছন্দের বই ক্রয় করতে পারবেন। এ বইমেলার মাধ্যমে বাংলা ভাষার তথা বাংলা প্রকাশনার জগতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে।
অনুষ্ঠানটি বইমেলার ফেসবুক পেজ https://www.facebook.com/newyorkboimela তে সরাসরি সম্প্রচারিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
কোভিড-১৯ মহামারির কারণে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এ বইমেলায় মুক্তধারা ফাউন্ডেশন পৃথিবীর সকল প্রান্তে বসবাসরত বাঙালি লেখকদের প্রতিনিধিত্ব যেমনি নিশ্চিত করেছে, তেমনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত লেখক-সাহিত্যিকদের অংশগ্রহণও চূড়ান্ত। মেলায় বাংলা একাডেমিসহ বাংলাদেশের ২১টি ও পশ্চিমবঙ্গের ৪টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, ‘২৯তম নিউইয়র্ক বাংলা বইমেলা-২০২০’ এর টাইটেল স্পন্সর বাংলাদেশের আইএফআইসি ব্যাংক লিমিটেড। আয়োজক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও ইমেরিটাস অধ্যাপক ড. জিয়াউদ্দীন আহমেদ।
মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীন সকলকে বইমেলায় যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।