শুক্রবার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ ও বিজিবির সদস্যরা।
নিহত আব্দুল আজিজের ছেলে মোঃ ইউসুফ আলী (৭৫) এবং লম্বাবিলের আব্দুল মালেকের মেয়ে রোজিনা আক্তার (১০) সম্পর্কে দাদা-নাতনি ছিলেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার হোয়াইক্যং ঊনছিপ্রাংস্থ নাফ নদীর মোহনায় ভাসমান অবস্থায় রোজিনা আক্তারের লাশ দেখে উদ্ধার করে স্বজনেরা।
এরপর সকাল সাড়ে ৮টার দিকে মোঃ ইউসুফ আলীর ভাসমান লাশ ঝিমংখালী সংলগ্ন নাফনদীতে দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়।
পরে হোয়াইক্যং ফাঁড়ির আইসি দীপংকর কর্মকার বিশেষ ফোর্স নিয়ে স্থানীয় বিজিবির সহায়তায় লাশ উদ্ধার করে।
টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেন, মোঃ ইউসুফ আলী ও তার নাতনি রোজিনা আক্তার গত বুধবার সকালে মৎস্যঘেরে গরু চরাতে গিয়ে নিখোঁজ হয়।
পরে ফায়ার সার্ভিসের একটি দল ঊনছিপ্রাং রইক্ষ্যং খালের মুখে তাদের উদ্ধারে অভিযান চালিয়েছিল।
শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযানে যাওয়ার আগেই তাদের ভাসমান লাশ উদ্ধার করা হল।