ঢাকা, ১৯ নভেম্বর (ইউএনবি)- ব্যানার, পোস্টারসহ বিভিন্ন নির্বাচনী প্রচারণা সরাতে আওতাধীন এলাকায় সোমবার অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসি সূত্র জানায়, সুরিতোলা, ইংলিশ রোড, পুরানা পল্টন, আজিমপুর, খিলগাঁও ও মতিঝিল এলাকায় তাদের এ অভিযান চলছে।
ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, পোস্টার, ব্যানারের পাশাপাশি যেসব নির্বাচনী প্রচারণা হিসেবে ব্যবহৃত হয়েছে, সেগুলো অপসারণ করা হচ্ছে।
ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় তার সাথে ছিলেন ডিএসসিসি’র অতিরিক্ত বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলামসহ অন্যন্য কর্মকর্তা ও কর্মচারীরা।
এর আগে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড কাউন্সিলরদের তাদের এলাকা থেকে এসব নির্বাচনী প্রচারণা সরানোর নির্দেশ দেয়া হয়েছিল বলেও জানান তিনি।