বাংলাদেশের নৌপরিবহন খাতে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন সৌদি আরবের যোগাযোগ ও লজিস্টিকস সেবা বিষয়ক মন্ত্রী সালেহ নাসের আলজাসের।
বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি যোগাযোগ মন্ত্রীর কার্যালয়ে সফররত বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে একথা বলেন আলজাসের।
এছাড়া বাংলাদেশের উন্নয়নসহ যেকোন অগ্রযাত্রা সৌদি আরবের জন্য অত্যন্ত আনন্দের বলে জানিয়েছেন সৌদি মন্ত্রী।
এসময় সৌদি যোগাযোগ মন্ত্রী দু’দেশের মধ্যে প্রায় পাঁচ দশক ধরে বিরাজমান অত্যন্ত উষ্ণ সম্পর্কের উল্লেখ করে বলেন, এ সম্পর্ককে অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হল দু দেশের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন খাতে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি ও বিনিয়োগ।
তিনি সৌদি আরবের ভিশন ২০৩০ এর আওতায় যোগাযোগ খাতে গৃহীত কৌশল পত্রের উল্লেখ করে বাংলাদেশকে এর কার্যকর অংশীদার হওয়ার আহ্বান জানান।
এছাড়া বাংলাদেশের নৌপরিবহন খাতে সৌদি বিনিয়োগ প্রস্তাবসমূহ দ্রুত প্রক্রিয়াকরণের জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান। মন্ত্রী বাংলাদেশের বিভিন্ন খাতে একাধিক সৌদি প্রতিষ্ঠানের
বিনিয়োগের আগ্রহের কথাও উল্লেখ করেন।
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী যোগাযোগ মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।
প্রতিমন্ত্রী পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দর, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অগ্রগতির বিষয়ে সৌদি যোগাযোগ মন্ত্রীকে জানান।
নৌ প্রতিমন্ত্রী এসময় বাংলাপদেশের পায়রা বন্দর, গভীর সমুদ্র বন্দর এবং বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ চলাচল খাতে সৌদি আরবের বিনিয়োগ সহায়তা কামনা করেন।
সৌদি আরব প্রস্তাবিত ‘দুদেশের নাবিকদের পারস্পারিক পেশাগত স্বীকৃতি’ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরে বাংলাদেশের সম্মতির কথা জানান।
আরও পড়ুন: দেশে আরও ৩টি মেরিন একাডেমি স্থাপন করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
তিনি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে সৌদি আরবের বিনিয়োগ বিবেচনা করারও আহ্বান জানান। এছাড়া বাংলাদেশের নাবিক প্রশিক্ষণ ইন্সিটিউট এর স্নাতকদের সৌদি আরবের কর্মসংস্থান বিষয়ক একটি সমঝোতা স্মারকের প্রস্তাব করেন প্রতিমন্ত্রী।
সৌদি আরবের ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’ ব্যবহার করে যৌথ উদ্যোগে বাংলাদেশে বিনিয়োগ বিষয়ক প্রস্তাবে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের প্রতিনিধি সবরকমের সহায়তার আশ্বাস দেন।
বাংলাদেশের অগ্রসরমান আন্তর্জাতিক মানের জাহাজশিল্পের প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রতিমন্ত্রী সৌদি আরবে ‘রেড সি’-তে মৎস্য আহরণের জন্য জাহাজ সরবরাহের প্রস্তাব করেন।
সৌদি যোগাযোগমন্ত্রী এ প্রস্তাবকে স্বাগত জানান।
বাংলাদেশের নৌপরিবহন খাতে পারস্পারিক সহায়তা বৃদ্ধি এবং সৌদি আরব থেকে বাংলাদেশে এ খাতে বিনিয়োগ প্রস্তাবসমূহ দ্রুত প্রক্রিয়াকরণের বিষয়ে ঐক্যমত্য প্রকাশ করে বৈঠকের সমাপ্তি হয়।
বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), সৌদি আরবের যোগাযোগ ও লজিস্টিকস সেবা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. মনসুর আল-তুর্কি, সৌদি বন্দর কর্তৃপক্ষের প্রেসিডেন্ট ওমর হারিরি, সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের বকর আল-মুহামনা, রেড সি গেটওয়ের টার্মিনাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আমের এ. আলি রেজাসহ অন্যান্য কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন। এছাড়াও দূতাবাসের মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা এবং ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান এ বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরের প্রত্যেক গেইটে স্ক্যানার বসানো হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী