পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। তবে তার নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি।
নড়াইল সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনের ভাষ্য, ঘটনাস্থলে একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা ও ডিবি পুলিশের একটি দল অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
‘পরে সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে, বলেন ওসি।’
ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, গুলি ও কিছু মাদক উদ্ধারের কথা জানিয়ে সদর থানা পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে।
প্রসঙ্গত, ইউএনবি বার্তা বিভাগে আসা খবর অনুযায়ী সারাদেশে মাদক বিরোধী অভিযানে গত ১৫ মে থেকে ১৬২ জন মাদক ব্যবসায়ীর নিহতের কথা জানিয়েছে পুলিশ। এদের মধ্যে ১২৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় এবং ৩৮ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তারা নিজেদের মধ্যে গোলাগুলিতে মারা গেছে।