এ সময় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালকসহ অপর দুই মুক্তিযোদ্ধা। আহত দুই মুক্তিযোদ্ধা হলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন প্রধান ও ওয়ায়েসুল কোরাইশী।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে। ফলে মহাসড়কে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস এবং আহত মুক্তিযোদ্ধারা জানান, পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মির্জা আবুল কালাম দুলালসহ চারজন মুক্তিযোদ্ধা ভিসা সংক্রান্ত কাজে মাইক্রোবাসে রংপুর ভারতীয় ভিসা সেন্টারে যাচ্ছিলেন। এ সময় বোদা বাইপাস এলাকায় পঞ্চগড়গামী একটি ট্রাক মোড়ের উল্টো পথ দিয়ে তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন মাইক্রোবাসের যাত্রী মুক্তিযোদ্ধারা।
খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মির্জা আবুল কালাম দুলালকে মৃত ঘোষণা করেন।
পরে আহত জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন প্রধান ও ওয়ায়েসুল কোরাইশীকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে স্থন্তার করা হয়। সেখানে তারা চিকিৎসাধীন আছেন।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।