ইফতারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ শিক্ষক জাহিদুল ইসলাম সানা।
অভিযাত্রী সংগঠনের সভাপতি আল ইমরান বলেন, সমাজের অবহেলিত, বঞ্চিত অসহায় শিশুদের নিয়ে গত তিন বছর ধরে কাজ করে যাচ্ছি। তাদের শিক্ষা উপকরণসহ বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করছি।
তিনি সমাজের সকল শ্রেণির মানুষেকে এগিয়ে আসতে বলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক বলেন, বাংলাদেশর মানুষের গত এক দশকে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটেছে, মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু পথশিশুদের অবস্থার পরিবর্তন হয়নি। আমরা চাই তাদের মৌলিক অধিকার নিশ্চিত হোক, সবাই তাদের দীপ্তিময় ভবিষ্যৎ গড়ার জন্য এগিয়ে আসুক।
ইফতারে আরও উপস্থিত ছিলেন- আজিজুল হাকিম, তোফায়েল হোসেন নিলয়, তানভীর হোসেন, বি.এম এনামুল হক, সাকিব আল হাসান আল-আমিন, সাকিব সাদমান,মাহবুব আলম, নলিনী শাহরিন, রিমি মজুমদার সহ অনেকেই। তাদের প্রত্যেকেই পথশিশুদের জন্য সত্যিকার সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
সংগঠনটি বিগত কয়েক বছর যাবত পথশিশুদের নিয়ে ইফতার অনুষ্ঠান, পথশিশুদের বিভিন্ন শিক্ষা উপকরণ ও বিভিন্ন দুর্যোগকালীন কাজে সহায়তা করে আসছে।