আগামী ২৮ ফেব্রুয়ারি রাতে দেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে। বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রতি বছর ২৬ রজবের রাতে মুসলমানরা শব-ই-মেরাজ পালন করে। এই রাতে মহানবী মুহাম্মদ (সা.) আল্লাহর সঙ্গে দেখা করার জন্য একটি বিশেষ যাত্রা শুরু করেন। তিনি বোরাক নামক বিশেষ বাহনে বসে ঊর্ধ্বলোকে গমন করেন। ঊর্ধ্বাকাশে তিনি আল্লাহ'র সাক্ষাত লাভ করেন। তখন আল্লাহতায়ালা তাকে প্রার্থনা সম্পর্কে জানাতে সাহাবীদের কাছে ফিরে যাওয়ার জন্য কিছু নির্দেশনা দিয়েছিলেন।