অ্যাসোসিয়েশনে সভাপতি মুবিন খান ও ওয়ালটনের প্রতিনিধি শনিবার দুপুরে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে পিপিইগুলো পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের কাছে হস্তান্তর করেন।
পিপিইগুলো সিলেট ওসমানী মেডিকেল কলেজ, শহীদ শামসুদ্দীন হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশন ও বক্ষব্যাধি হাসপাতালে দেয়া হবে। প্রতিটি পিপিইতে কেএন-৯৫ মাস্ক, ক্যাটাগরি-৩ টাইরয়েড স্যুট, সার্জিকাল গ্লাভ্স, চশমা ও স্যু কাভার রয়েছে।
এছাড়া, ওয়ালটন থেকে বেশ কিছু পৃথক হেডশিল ও হেডগিয়ার দেয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি আমরা বিজয়ের জাতি। আমরা সারা দেশবাসী এক হয়ে ৭১ সালে দেশকে মুক্ত করার মতো এ দেশকে করোনামুক্ত করতে সক্ষম হব।’
সরকারি ও বেসরকারি সংস্থা মিলিতভাবে করোনাভাইরাস মোকবিলায় কাজ করছে জানিয়ে ড. মোমেন বলেন, ‘বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন ও ওয়ালটনের মেডিকেল সামগ্রী প্রদানের মতো কার্যক্রমের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি পাচ্ছে।’