বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ‘গভীর ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে জানিয়েছে দুই দেশের সংশ্লিষ্ট সূত্র।
রবিবার (১৮ মে) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তারা ঢাকা-বেইজিং সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।
আলোচনায় পারস্পরিক স্বার্থ এবং দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়েও মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: জামায়াত আমিরের সাথে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এদিকে, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা। তবে এ বিষয়ে এখনো সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
অন্যদিকে, সম্প্রতি জাপানের সঙ্গে অনুষ্ঠিত ফরেন অফিস কনসালটেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম।
দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও উচ্চ পর্যায়ের সফর নিয়ে ভবিষ্যতে আরও অগ্রগতি আশা করা হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে সংশ্লিষ্ট সূত্র থেকে।