বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সোমবার ঢাকা ও সিলেটের ব্রিটিশ নাগরিকদের আশ্বস্ত করেছেন যে স্থানীয়ভাবে প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুদ রয়েছে।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা অত্যন্ত সচেতন যে বাংলাদেশে আমাদের অনেক নাগরিক ওষুধের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন। আমরা ঢাকা এবং সিলেটের ফার্মেসিগুলো চেক করেছি, সেগুলো খোলা আছে এবং মজুতও বেশ ভালো। আপনাদের যা প্রয়োজন তা স্থানীয়ভাবে সংগ্রহ করতে পারেন।’
বিশেষ ফ্লাইটে করে ব্রিটিশ ভ্রমণকারীদের বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার বিষয়ে হাইকমিশনার জানান, আগামী দিনে যুক্তরাজ্যের নাগরিকদের আরও বেশি করে দেশে নেয়ার ব্যবস্থা করা হবে।
রবিবার হাইকমিশন পরের ১০ দিনে আরও পাঁচটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। এ ফ্লাইটগুলো ২৯ এপ্রিল এবং ১, ৩, ৫ ও ৭ মে ঢাকা থেকে লন্ডনে পরিচালনা করা হবে।
এখন পর্যন্ত ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে চারটি বিশেষ ফ্লাইট ছেড়ে গেছে।