ঢাকা, ০৭ মে (ইউএনবি)- বকেয়া ও বর্ধিত বেতন আদায়ের দাবিতে মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি মোড় অবরোধ করেছে পাটকল শ্রমিকরা।
বিক্ষোভকারী শ্রমিকরা সকাল ৮টা থেকে যাত্রাবাড়ি মোড়ে অবস্থান নেয়। এতে আশপাশের এলাকায় যান চলাচল বাধাপ্রাপ্ত এবং যানজটের সৃষ্টি হয়।
পরে সকাল ১০টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ।
এদিকে বকেয়া বেতন আদায়ে খুলনায় নয়টি পাটকলের শ্রমিকদের আন্দোলন চলছে। পাটকলগুলোর উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মুরাদ হোসেন বলেন, শ্রমিকরা আজ বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন কর্মসূচি পালন করবে।