ব্যক্তিগত যানবাহন চলাচলের মৌখিক অনুমতি এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল পুনরায় চালু হওয়ায় মানুষ এখন গ্রামে ছুটছেন।
প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলযোগে যাত্রীরা ঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটে আসছেন । তবে বন্ধ রয়েছে বাস চলাচল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাত ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। রাত থেকে সকাল ৯টা পর্যন্ত ছয় শতাধিক পণ্য বোঝাই ট্রাক পারাপার করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস এবং অন্য যাত্রীদেরও অনায়াসে পার করা হচ্ছে। বর্তমানে ১৬টি ফেরি প্রস্তুত আছে। যাত্রীদের মাঝে যেন সামাজিক দূরত্ব বজায় থাকে সেজন্য প্রতিটি ফেরিতে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ জন যাত্রীকে উঠতে বলা হচ্ছে।
পাটুরিয়া ঘাটে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, গত দুদিন ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া ঘাট এলাকায় ৬ কিলোমিটার জুড়ে পচনশীল ও জরুরি পণ্যবাহী গাড়ি আটকা পড়ে। নির্দেশনা অনুযায়ী, পাটুরিয়া ঘাটে আটকে থাকা ওইসব গাড়ি পার করা হচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও যাত্রী পার করা হচ্ছে।
তবে মহাসড়কগুলোতে থাকা চেকপোস্টে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করা হচ্ছে না। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সচেতন করা হচ্ছে।