বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, সংস্থাটির পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলির নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর সদস্যরা হলেন- উপপরিচালক মো. নুরুল হুদা, সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান নন্দন ও আতাউর রহমান।
স্বাস্থ্য খাতে এ ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে এ কমিটি কমিশনকে একটি প্রতিবেদন জমা দেবে।
এ বিষয়ে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, মাস্ক বা পিপিই’ র মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণগুলো চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার সাথে সম্পর্কিত। তাই কমিশন সত্য ঘটনা প্রকাশ করে অপরাধীদের বিচারের আওতায় আনার আইনী দায়িত্ব পালন করবে। এ দুর্নীতির সাথে যারা জড়িত তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
এর আগে গত ২৪ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কয়েকটি সরকারি হাসপাতালে এন-৯৫ মাস্কের নামে নিম্নমানের পণ্য সরবরাহ করার অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাস্ক সরবরাহকারী সিএমএসডি’কে কারণ দর্শাতে বলা হয়েছে এবং অভিযোগ ও সরবরাহকারীর প্রতিক্রিয়া পর্যালোচনা করার পরে মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
এর আগে মুগদা জেনারেল হাসপাতালসহ কয়েকটি সরকারি হাসপাতালের চিকিৎসকরা নিম্নমানের মাস্ক পাওয়ার অভিযোগ করেন।