মুন্সীগঞ্জ, ০৫ সেপ্টেম্বর (ইউএনবি)- প্রচন্ড স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এই সার্ভিস বন্ধ রয়েছে। এতে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানযট।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘাট এলাকায় আটকা ছিল ৩ শতাধিক গাড়ি।
এছাড়া নাব্যতা সংকটে দীর্ঘদিন ধরে এই রুটে ফেরি চলতে পারছে না স্বাভাবিকভাবে। তার ওপর ফেরিগুলো ফুল লোড করা যাচ্ছে না। ধারণ ক্ষমতার চেয়ে অনেক কম লোড নিয়ে চলছে ফেরি। চ্যানেল এখন রয়েছে ওয়ানওয়ে। এর ফলে অতিরিক্ত ২০ থেকে ২৫ মিনিট সময় লাগছে।
এতে চরম দুর্ভোগে পড়ছে এই রুটে চলাচলকারী মানুষ। তার উপর লঞ্চ-স্পিডবোট বন্ধ হওয়ায় এ রুটে চলাচলকারী মানুষের ভোগান্তি আরো কয়েক গুণ
এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসি’র এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ জানান, নদীতে প্রচুর রুলিং। এমনিতে পানি কম তার উপর রুলিং ফেরিগুলো চলতে সমস্যা হচ্ছে। লঞ্চ-স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে চাপ পড়েছে।