করোনাভাইরাসে আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর দ্রুত আরোগ্য কামনা করে বুধবার এক বার্তা পাঠিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মুহিত মুখার্জীকে উপমহাদেশের একজন পাকা রাজনীতিবিদ অভিহিত করে বলেন, ‘আপনার অসুস্থতা এবং অস্ত্রোপচারের খবর পেয়ে আমি দুঃখ পেয়েছি।’
তিনি বলেন, ‘আমাদের জনগণের হৃদয়ে আপনার একটি বিশেষ স্থান রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বের ঐতিহাসিক বন্ধনকে আরও গভীর করার ক্ষেত্রে আপনার অর্থবহ অবদানের জন্য বাংলাদেশের মানুষ সব সময় আপনার প্রতি ঋণী থাকবে।’
সাবেক অর্থমন্ত্রী মুখার্জীর দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে, সোমবার ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিজেই টুইটে জানিয়েছেন।
টুইট বার্তায় তিনি লেখেন, ‘অন্য একটা কাজে হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করিয়েছি। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের কাছে আমার আবেদন নিজেরা কোয়ারেন্টাইন করুন এবং করোনা টেস্ট করিয়ে নিন।’