বিকালে রাজধানীর বুড়িগঙ্গার ওয়াইজঘাট এলাকায় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
বিসর্জনকালে অনেক ভক্তের চোখে জল চলে আসে, সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের। আবার অনেককেই ক্ষণটিকে সুন্দর করে কাটাতে নেচে-গেয়ে আনন্দ করতেও দেখা গেছে।
করোনাভাইরাসের কারণে বিসর্জন উপলক্ষে ছিল না কোনো শোভাযাত্রা। শুধু বিসর্জনের জন্য যাদের প্রয়োজন, তারাই আসেন প্রতিমার সঙ্গে।
দুপুরের পর থেকে বিভিন্ন স্থানের পূজামণ্ডপ থেকে প্রতিমাগুলো একে একে আসতে শুরু করে বুড়িগঙ্গার তীরে। পরে বিকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলে প্রতিমা বিসর্জন।
প্রসঙ্গত, মহাষষ্ঠীর মধ্য দিয়ে গত বৃহস্পতিবার থেকে শুরু হয় শারদীয়া দুর্গাপূজা। মহামারি করোনাভাইরাসের কারণে এবার ছিল তেমন কোনো সাজসজ্জা। অঞ্জলি, প্রসাদ বিতরণ এবং ভোগআরতিতে সীমাবদ্ধ ছিল এবারের পূজা।
সনাতন বিশ্বাস ও পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার দোলায় চড়ে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে এসেছিলেন। যার অর্থ হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারির প্রাদুর্ভাব বেড়ে যাবে। তবে দেবী স্বর্গালোকে বিদায় নিলেন গজে চড়ে। যার অর্থ হচ্ছে পৃথিবী শস্যপূর্ণা হয়ে উঠবে।