বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান এ সময় উপস্থিত ছিলেন।
অনুদানের মধ্যে রয়েছে মন্ত্রী তাজুল ইসলামের এক মাসের বেতন এবং স্থানীয় সরকার বিভাগ ও এর অধীন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ ১ কোটি ৬২ লাখ এবং প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের একমাসের বেতন এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ও এর অধীন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদর এক দিনের বেতনের সমপরিমাণ ১ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকা।
চেক হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সংযুক্ত থেকে করোনা সংকট মোকাবিলায় ত্রাণ তহবিলে মানবিক সহায়তা দেয়ার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।