প্রবীণ সাংবাদিক এবং ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সাবেক প্রধান সংবাদদাতা ফারুক কাজী শুক্রবার নিজ বাসভবনে মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
সকাল ৮টার দিকে তিনি এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে ঘুমন্ত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ইউএনবিকে জানিয়েছেন তার মেয়ে আরশি কাজী।
আইন প্রতিবেদক ফোরামের (এলআরএফ) সাবেক প্রেসিডেন্ট ফারুক কাজী স্ত্রী, এক কন্যা এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন: সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব এবং দিল্লি দূতাবাসের প্রেস মিনিস্টার ফারুক কাজী বাংলাদেশ সংবাদ সংস্থাসহ (বাসস) বিভিন্ন প্রতিষ্ঠানে সিনিয়র সাংবাদিক হিসেবে কাজ করেছেন।
বিশিষ্ট নাট্যকার ও সাংবাদিক কাজী রশিদুল হক পাশা ফারুক কাজীর বড় ভাই।
ফারুক কাজীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউএনবি পরিবার।