প্রবীণ সাংবাদিক এন এম হারুন মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক নাতনি, দুই ভাই ও এক বোন এবং অনেক আপনজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এন এম হারুন ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তৎকালীন পাকিস্তান অবজারভার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি তৎকালীন ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা) সাপ্তাহিক হলিডে, ঢাকা কুরিয়ার, দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, অধুনালুপ্ত দৈনিক ইন্ডিপেন্ডেন্টসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।
মুক্তিযুদ্ধের প্রাক্কালে তিনি ছিলেন ইস্টার্ন নিউজ এজেন্সিতে। ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রাক্কালে তিনি আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ (মুজিবনর সরকারের প্রধানমন্ত্রী) স্বাক্ষরিত বুলেটিনের সংবাদ প্রচার করে অফিস থেকে বেরিয়ে যান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি আবার সাংবাদিকতা শুরু করেন। সর্বশেষে তিনি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকা থেকে অবসর নেন।
তার স্ত্রী বদরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তার কন্যা নন্দিনী সাবরিনা একজন প্রোকৌশলী। এছাড়া ইংল্যান্ড প্রবাসী সাংবাদিক আবু মুসা হাসান তার ছোট ভাই।