২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারাদেশে মোট ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
এদের মধ্যে ৩৩ হাজার জন ট্যালেন্টপুলে এবং ৪৯ হাজার ৩৮৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
আরও পড়ুন: প্রাথমিকে বৃত্তি পাওয়া ৮২ হাজার ৪২২ শিক্ষার্থীর তালিকা প্রকাশ
ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তরা প্রতিমাসে ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা করে পাবে।
এছাড়া উভয় গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা বই কেনার জন্য ২২৫ টাকা পাবেন।
ফলাফল প্রত্যাশীরা www.dpe.gov.bd এবং www.mopme.gov.bd ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবে।
এছাড়া বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ফলাফল পাওয়া যাবে।