আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের বই ছাপানোর পরিকল্পনা করেছে গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।
তিনি বলেন, এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিলে বিষয়টি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বিষয়টি অনুমোদন করলেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মাধ্যমে আর বই ছাপাবে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সচিব বলেন, ‘এনসিটিবির মাধ্যমে প্রাথমিকের বই ছাপালেও প্রতিষ্ঠানটিকে অতিরিক্ত দুই শতাংশ সার্ভিস চার্জ দিতে হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে প্রাথমিকের বই ছাপানো গেলে এনসিটিবিকে আর দুই শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে না।’
তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে প্রাথমিকের বই ছাপানোর বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা চাওয়া হবে। তিনি যেভাবে সিদ্ধান্ত দেন সেভাবেই প্রাথমিকের বই ছাপানো হবে। তবে এনসিটিবির মাধ্যমে প্রাথমিকের বই না ছাপিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বই ছাপাতে হলে এনসিটিবির আইন সংশোধন করতে হবে।
আরও পড়ুন: নতুন বইয়ের আনন্দে শিশুরা আলোকিত বাংলাদেশ গড়বে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
বৈশ্বিক সংকটের মধ্যেও শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই পাবে: প্রধানমন্ত্রী
আগামী বছরে পরিক্ষামূলকভাবে কয়েকটি শ্রেণিতে নতুন কারিকুলাম অনুযায়ী বই আসছে