ফেরত যাওয়া কিশোরী মাম্পি দত্ত (১৬) কলকাতার উল্টোডাঙ্গার বটতলা এলাকার মদন দত্তের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ জানান, প্রেমের সম্পর্কের সূত্রে ধরে বাংলাদেশে এসে কিশোরী মাম্পি পুলিশের হাতে গ্রেপ্তার হয়। স্বদেশ প্রত্যাবাসন আইনে তাকে সোমবার ভারতে ফেরত পাঠানো হয়েছে। বিজিবি ছাড়াও এ সময় দু’দেশের পুলিশ ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তারা তাকে ভারতে ফেরত পাঠানোর সকল কার্যক্রম সম্পন্ন করেন বলে জানান তিনি।
এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের অনুসন্ধান কর্মকর্তা এবিএম মুহিত হোসেন জানান, ওই কিশোরী ভালোবাসার সম্পর্ক ধরে সীমান্তের অবৈধ পথে ভারত থেকে খুলনায় এসে এক ছেলের বাসায় অবস্থান করে। বিষয়টি পুলিশ জানতে পেরে ওই কিশোরীকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট সেফ হোমের আশ্রয়ে রাখা হয়।