ফরিদপুর, ১৪ সেপ্টেম্বর (ইউএনবি)- ফরিদপুরের সদরপুরে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত মোঃ সজীব শেখ(১৭) চন্দ্রপাড়ার ওয়াজ হাওলাদার কান্দি গ্রামের খোকন শেখের পুত্র।
শুক্রবার সকাল ৯টায় সদরপুর উপজেলার সদরপুর-চন্দ্রপাড়া সড়কের বেইলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদরপুর থানার ওসি (তদন্ত) সুব্রুত গোলদার জানান, ঘটনাস্থলে মোটরসাইকেলটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এসময় মোটর সাইকেল চালকসহ আরো দুই আরোহী ট্রাকের পিছনের চাকায় পৃষ্ট হয়। এতে চালক সজীব ঘটনাস্থলে নিহত হয়।
অপর দুই আরোহী সড়কের পাশের কাঁচা রাস্তার ঢালে পড়ে গুরুতর আহত হয়। তাদের সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা একই গ্রামের হারেজ শিকদারের পুত্র মোঃ তুহিন ও করিম শেখের পুত্র মনির শেখ।
ওসি জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক মোঃ চান মিয়াকে আটক করা হয়েছে। সে কুষ্টিয়া জেলার মিরপুর নামক এলাকার বাসিন্দা।