ঢাকা, ২২ জানুয়ারি (ইউএনবি)- বিএনপির সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালু এবং তার স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ফালুর বিরুদ্ধে ২০১৭ সালের ১৫ মে দুর্নীতি প্রতিরোধ আইন, ২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় রমনা থানায় মামলাটি দায়ের করেন।
প্রণব কুমার জানান, ১৭ কোটি ৮৬ লাখ টাকা অবৈধ সম্পদ থাকা এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগে অভিযুক্ত ফালু।
মামলার বিবরণ অনুযায়ী- ফালু কমিশনে ১৭ কোটি ৮৬ লাখ টাকার সম্পদের মিথ্যা তথ্য এবং বিবরণী দাখিল করেন।
কমিশন একই বছর তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। মাহবুবা ৪ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেন বলে মামলা সূত্রে জানা গেছে।