চলুন দেখে নেই সেইসব আলোকিত ও প্রতিভাবান কিছু প্রিয়মুখ, যারা আমাদের ছেড়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
অধ্যাপক আনিসুজ্জামান
শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য দেশে-বিদেশে পুরস্কার পাওয়া খ্যাতিমান শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে গত ১৪ মে মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে পরলোকে পাড়ি জমান ড. আনিসুজ্জামান।
কামাল লোহানী
করোনায় কেড়ে নেয়াদের তালিকায় রয়েছেন ভারতের স্বাধীনতা আন্দোলন, ভারত ভাগ, বাঙালির ভাষা আন্দোলন, স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। গত ২০ জুন মারা যাওয়া মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা এবং দেশের সংস্কৃতি বিকাশের আন্দোলনে পুরোধা ব্যক্তিত্ব এবং একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। এ গুণী মানুষটি ৮৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: মহামারির বছর ২০২০: দেশজুড়ে আলোচিত যত ঘটনা
এন্ড্রু কিশোর
দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে হার মানতে হয়েছে গত শতকের ৮০ দশক থেকে বাংলাদেশের চলচ্চিত্র গানের জগতে রাজত্ব করে আসা জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে। ৬৪ বছর বয়সে দয়ালের ডাকে সাড়া দিয়ে গত ৬ জুলাই তার জীবনের গল্প থেমে গেল। জনপ্রিয় এ শিল্পী তার ৩০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্রের অসংখ্য গানে কণ্ঠ দিয়ে দর্শক-শ্রোতাদের ভাসিয়েছিলেন আবেগের স্রোতে।
মুর্তজা বশীর
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ আগস্ট মারা যান প্রখ্যাত চিত্রশিল্পী, কার্টুনিস্ট এবং ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী মুর্তজা বশীর। তার বয়স হয়েছিল ৮৮ বছর। একুশে পদকপ্রাপ্ত মুর্তজা বশীর একাধারে কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক, গবেষক, মুদ্রা বিশেষজ্ঞ ও চলচ্চিত্রকার ছিলেন। তিনি বাংলাদেশের বিখ্যাত পণ্ডিত ও ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে।
আলী যাকের
মহামারিতে আমরা হারিয়েছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক শব্দসৈনিক, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরকে। ক্যান্সারের সাথে চার বছর ধরে লড়াই করার মাধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। পরে গত ২৭ নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে অন্তিমের পথে যাত্রা করেন ৭৬ বছর বয়সী গুণী এ মানুষটি।
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান
এ বছরের জুলাইয়ের প্রথম দিনে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমানকে হারিয়েছে বাংলাদেশ। ৭৫ বছর বয়সে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ গ্রামে তার বাসভবনের বার্ধক্যজনিত জটিলতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। লতিফুর রহমান প্যারিসভিত্তিক বৈশ্বিক বাণিজ্য সংগঠন আইসিসির নির্বাহী সদস্য, আইসিসি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাকের পরিচালক ছিলেন। ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড ২০১২, ২০০১ সালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের বিজনেস এক্সিকিউটিভ পুরস্কার, ‘সার্ক আউটস্ট্যান্ডিং লিডার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছিলেন তিনি।
যমুনা গ্রুপের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল
মহামরি করোনা আক্রান্ত হয়ে দেশের অন্যতম বড় ব্যবসায়ী গোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল ৭৪ বছর বয়সে গত ১৩ জুলাই মারা যান। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের কর্মসংস্থান তৈরিতে নুরুল ইসলাম একজন আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা। বাংলাদেশের বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপ এশিয়ার সবচেয়ে বড় শপিংমল যমুনা ফিউচার পার্ক, নির্মাণাধীন যমুনা মেরিয়টস হোটেলসহ শিল্প ও সেবাখাতের শীর্ষ স্থান ধরে রেখেছে গ্রুপটি।
শিল্পপতি এমএ হাশেম
বছরের বিদায়ী মাসে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ডিসেম্বর দিবাগত রাতে মারা গেছেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি এমএ হাশেম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। এর আগে গত ১১ ডিসেম্বর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থারি অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।
এছাড়াও বছরজুড়ে অভিনয় শিল্পী সাদেক বাচ্চু, স্বনামধন্য টিভি ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ, ঢাকায় অবস্থিত রেডিও পাকিস্তানের প্রথম মুসলিম নারী শিল্পী ও প্রখ্যাত গায়িকা মালেকা পারভীন বানু, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, কবি ও প্রাবন্ধিক মনজুরে মওলাসহ আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্বকে হারিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: অধ্যাপক আনিসুজ্জামান: একজন আদর্শবান মানুষের বিদায়