ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য আলো রানি মল্লিক জানান, বাগান বাজার বিজিবি ক্যাম্পের নিচে ইসলাম কেম্পানির কুম্ভা এলাকায় নদীতে গোসল করতে যায় তৌহিদুল আলম (৭), জুবায়ের হোসেন (১৪) ও আজাহারুল ইসলাম মুকুল(১২) । সম্পর্কে তারা খালাত ভাই।
তিনি বলেন, গোসল করার সময় তারা নিজেদের অজান্তেই গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় পরেও গোসল শেষে ঘরে ফিরে না আসায় বাড়ির লোকজন তাদেরকে খুঁজতে থাকে। এক পর্যায়ে নদীর ঘাটে গিয়ে তাদের কাপড় চোপড় পেলেও তাদেরকে না পেয়ে পার্শ্ববর্তী রামগড় ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার কাজে নামে। বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম থেকে দমকল বাহিনীর ডুবুরী দল এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের রামগড় স্টেশন কর্মকর্তা ডলার ক্রিপুরা বলেন, বেলা ১২টার দিকে তারা গোসল করতে নেমে চোরা বালিতে তলিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে কয়েকঘণ্টা তল্লাশির পর সাড়ে ৫টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে পরিবারে কাছে হস্তান্তর করেছি।